ত্রিভুজের একটি বাহু ৭ সে.মি. এবং অপর বাহু ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
- ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের যে কোন দুই বাহুর অন্তর বা ব্যবধান তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
∴ তৃতীয় বাহুটি,
৭ - ৪ = ৩ সে.মি. এর সমান বা ছোট হতে পারবে না।
আবার,
৭ + ৪ = ১১ সে.মি. এর সমান বা বড় হতে পারবে না।
∴ তৃতীয় বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.।