সর্বশেষ সাহাবী কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন?
A ১০৮ হিজরি
B ১১০ হিজরি
C ১১২ হিজরি
D ১১৫ হিজরি
Solution
Correct Answer: Option B
আল্লাহর রাসুলের সর্বশেষ সাহাবি ছিলেন আবুত তুফাইল আমের বিন ওয়াসিলাহ রাদিআল্লাহু তায়ালা আনহু। তিনি ১১০ হিজরি সনে ইন্তেকাল করেন। তাঁর পরে কোনো সাহাবি ইন্তেকাল করেছেন—ইতিহাসে এমনটি পাওয়া যায় না।