Solution
Correct Answer: Option C
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস । এই দিনটিতের জাতিসংঘের মানবিক পরিবেশ কনফরেন্স (United Nation Conference on the Human Environment) শুরু হয়েছিল । এই কনফরেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা । তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে । দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে ।