‘আগুণ ও বরফের ভূমি’ বলা হয় কোন দেশকে ?

A আইসল্যান্ড

B আয়ারল্যান্ড

C স্কটল্যান্ড

D মালদ্বীপ

Solution

Correct Answer: Option A

আইসল্যান্ড একটি ছোট দ্বীপ কিন্তু দেশটি ১ কথায় অপূর্ব । আলাস্কার মতো উত্তরের দেশ বলে আলাস্কার মতোই ঠান্ডা ।বরফের প্রাচুর্য সত্বেও দেশটা ছোট বড়ো আগ্নেয়গিরি ও গেইসারে ( গরম জলের ফোয়ারা) ভরা । বরফ ও আগুনের এই  অদ্ভুত সমন্বয়ের জন্যই আইসল্যান্ড খুব পরিচিত । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions