Solution
Correct Answer: Option B
সৈয়দ সুলতান আনুমানিক ১৫৫০-১৬৪৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার চক্সশালা গ্রামে জন্মগ্রহণ করেন ।তিনি 'নবীবংশ ' কাব্যটি রচনা করেন ।এছাড়াও তার অন্য কাব্যগুলো, 'শবে মিরাজ' ,ওফাতে রসূল জয়কুম রাজার লড়াই ,ইবলিশনামা ,জ্ঞান চউতিশা,জ্ঞান প্রদীপ ইত্যাদি।