ভারতের পাঁচ রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমানার ৪ হাজার ৯শ ৬.৭ কি.মি. ছুঁয়ে রয়েছে । তার মধ্যে সবচেয়ে বেশি ছুঁয়ে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে । ২ হাজার ২১৭ কি.মি. সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ।
এছাড়াও ত্রিপুরার, রয়েছে ৮৫৬ কি.মি.,
আসামের সাথে রয়েছে ২৬২ কি.মি.,
মেঘালয়ের রয়েছে ৪৪৩ কি.মি. এবং
মিজোরামের ১৮০ কি.মি. ।