ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান ?

A পশ্চিমবঙ্গ

B ত্রিপুরা

C আসাম

D মিজোরাম

Solution

Correct Answer: Option A

ভারতের পাঁচ রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমানার ৪ হাজার ৯শ ৬.৭ কি.মি. ছুঁয়ে রয়েছে । তার মধ্যে সবচেয়ে বেশি ছুঁয়ে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে । ২ হাজার ২১৭ কি.মি. সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ।
এছাড়াও ত্রিপুরার, রয়েছে ৮৫৬ কি.মি., 
আসামের সাথে রয়েছে ২৬২ কি.মি., 
মেঘালয়ের রয়েছে ৪৪৩ কি.মি. এবং 
মিজোরামের ১৮০ কি.মি. ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions