কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
Solution
Correct Answer: Option D
কাজী নজরুল ইসলাম রচিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক গ্রন্থ ‘চিত্তনামা’ (১৯২৫)। ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং-এ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোকার্ত কবি অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, রাজভিখারি নামে কয়েকটি কবিতা লেখেন। এ কাব্যের ‘ইন্দ্ৰপতন’ কবিতায় কবি মহানবীর সাথে চিত্তরঞ্জনকে তুলনা করেন। 'জন্মিলে তুমি মোহাম্মদের আগে হে পুরুষবর/ কোরানে ঘোষিত তোমার মহিমা হতে পয়গাম্বর।' কবিতাটি প্রকাশিত হওয়ার সাথে সাথে মুসলিমরা কবির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে এটির সংশোধিত রূপ প্রকাশ পায়। কবি কাব্যটি উৎসর্গ করেন চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। বাসন্তী দেবীকে কাজী নজরুল ইসলাম মা বলে ডাকতেন।