নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কী ছিল ?
Solution
Correct Answer: Option B
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৯ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরের উপর যে পারমাণবিক বোমাটি ফেলেছিল, তার সাংকেতিক নাম ছিল "ফ্যাট ম্যান" (Fat Man)।
- এটি ছিল প্লুটোনিয়াম-ভিত্তিক একটি বোমা এবং এর বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় ২১ কিলোটন টিএনটি-র সমান।
- এর তিন দিন আগে, অর্থাৎ ৬ই আগস্ট, হিরোশিমা শহরে "লিটল বয়" (Little Boy) নামে আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল।
- এই দুটি বোমার আঘাতে আনুমানিক ১ লক্ষ ২৯ হাজার থেকে ২ লক্ষ ২৬ হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। এই ভয়াবহ হামলার কয়েক দিন পরেই জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।