কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ‘?

A বাবর

B হুমায়ূন

C জাহাঙ্গীর

D আকবর

Solution

Correct Answer: Option B

- ১৫৩৭ সালে শের খান বাংলার রাজধানী গৌড় আক্রমণ করে দখল করে নেন।
- শের খানের হাত থেকে গৌড়কে পুনরুদ্ধার করার জন্য মুঘল সম্রাট হুমায়ুন যুদ্ধ ঘোষণা করে।
- এই যুদ্ধে শের খান পরাজিত হয় এবং গৌড় মূঘল শাসনের অধীনে পুনরায় ফিরে আসে।
- এখানে হুমায়ূন ৬ মাস অবস্থান করেন এবং গৌড়ের চমৎকার ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন ‘জান্নাতাবাদ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions