২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পন্ন করতে পারে ।কাজ শুরুর ৮ দিন পর ১০ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারে?
Correct Answer: Option B
অবশিষ্ট সময় ৪ দিন
অবশিষ্ট শ্রমিক ১০ জন
২০ জনে ১২ দিনে করে ১ অংশ
∴ ২০ জনে ৮ দিনে করে ২/৩ অংশ
অবশিষ্ট = ১ - (২/৩) অংশ।
= ১/৩ অংশ।
২০ জনে ৮ দিনে করে ২/৩ অংশ
২০ জনে ৪ দিনে করে (২X৪)/(৩X8) অংশ
১০ জনে ৪ দিনে করে (২X৪X১০)/(৩X8X২০) অংশ
= ১/৬ অংশ। ১/৬ অংশ করে ৪ দিনে
∴ ১/৩ অংশ করে (৪ X ৬)/৩ দিনে = ৮ দিনে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions