টাকায় ৮ টি দরে লেবু কিনে ৩৩ ১/৩% লাভে বিক্রয় করলে ১ ডজন লেবুর বিক্রয়মুল্য কত হবে?

A ১০০ টাকা

B ১৫০ টাকা

C ২০০ টাকা

D ১৩৩ টাকা

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
৮টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি ,, ,, ১/৮ টাকা
.: ১২টি ,, ,, ১*১২/৮ টাকা
= ৩/২ টাকা (১ ডজন = ১২ টি)
এখন, ৩৩ ১/৩% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য
= ১০০+৩৩ ১/৩
= ১০০ + ১০০/৩
= ৪০০/৩ টাকা

.: ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৪০০/৩ টাকা
,, ১ ,, ,, ,, ৪০০/৩*১০০ টাকা
,, ৩/২ ,, ,, ,, ৪০০*৩/৩-১০০*২ টাকা
= ২টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions