১২% সরল সুদে কত টাকা ৮ বছরে সুদে-আসলে ৪৯০০ টাকা হবে?
Solution
Correct Answer: Option D
এখানে,
১০০ টাকায় ১ বছরের সুদ = ১২ টাকা
১০০ ,, ৮ ,, ,, =১২* ৮ ,,
=৯৬ টাকা
তাহলে সুদাসল = ১০০ + ৯৬ = ১৯৬ টাকা
সুদাসল ১৯৬ টাকা হলে আসল ১০০ টাকা
,, ১ ,, ,, ,, ১০০/১৯৬ টাকা
∴ , , ৪৯০০ ,, ,, ,, ১০০*৪৯০০/১৯৬ টাকা
=২৫০০ টাকা