Solution
Correct Answer: Option A
রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের নাগরিক। রেডক্রস প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি।
- রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- রেডক্রস শান্তিতে ১৯১৭,১৯৪৪,১৯৬৩ সালে নোবেল পুরস্কার লাভ করেছে।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।
- তিনিটি প্রতীক হল the Red Cross, the Red Crescent and the Red Crystal.