Solution
Correct Answer: Option B
- মধ্যযুগে রচিত কাব্য 'পদ্মাবতী' (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
- মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।
- পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত।
- প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ।
আধুনিক যুগের সাহিত্য:
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস 'খোয়াবনামা' (১৯৯৬),
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস 'গৃহদাহ' (১৯২০) ও
- কায়কোবাদ রচিত মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪)