একাধিক পদের এক পদীকরণের নাম-

A সন্ধি

B সমাস

C কারক

D বাগধারা

Solution

Correct Answer: Option B

সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ । 
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের পক্রিয়াকে সমাস বলে । 
যেমনঃ  বিলাত হইতে ফেরত = বিলাতফেরত । 
এখানে, একাধিক পদ (ব্যাসবাক্য) একপদে পরিণত করে সমস্তপদ গঠিত হয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions