সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ ।
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের পক্রিয়াকে সমাস বলে ।
যেমনঃ বিলাত হইতে ফেরত = বিলাতফেরত ।
এখানে, একাধিক পদ (ব্যাসবাক্য) একপদে পরিণত করে সমস্তপদ গঠিত হয়েছে ।