মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ -

A স্বরবৃত্ত

B মাত্রাবৃত্ত

C অমিত্রাক্ষর

D পয়ার

Solution

Correct Answer: Option C

- কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলে।
- অমিত্রাক্ষর ছন্দের কবিতায় চরণের অন্ত্যমিল থাকে না।
- প্রতি পঙ্ক্তিতে ১৪ অক্ষর থাকে, যা ৮+৬ পর্বে বিভক্ত।
- একে প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দও বলে।
- বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন ঘটান।

মাইকেল মধুসূদন দত্তের- 
• তাঁর রচিত কাব্য:
- The Captive Lady (১৮৪৯),
- 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬),
- 'বীরাঙ্গনা' (১৮৬২),
- 'ব্রজাঙ্গনা' (১৮৬১),
- 'Visions of the Past' (১৮৪৯)।

• তাঁর রচিত মহাকাব্য:'মেঘনাদবধ কাব্য' (১৮৬১)।

• নাটক:
- 'শর্মিষ্ঠা' (১৮৫৯),
- 'পদ্মাবতী' (১৮৬০),
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১),
- 'মায়াকানন' (১৮৭৪)। 

• প্রহসন:
- 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' (১৮৫৯),
- 'একেই কি বলে সভ্যতা' (১৮৫৯)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions