Solution
Correct Answer: Option C
সত্তা, সত্ত্ব ও স্বত্বা তিনটি বানানই সঠিক।
- প্রাণ, অস্তিত্ব, স্থিতি, বিদ্যমানতা, নিত্যতা, সাধুতা প্রভৃতি অর্থ প্রকাশে সত্তা লিখা হয়।
- ‘সত্ত্ব’ এবং ‘সত্ত্বা’ দুটি সমার্থক। তবে ‘সত্ত্ব’ শব্দটির স্বাধীন ব্যবহার নেই। এটি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। যেমন : আমসত্ত্ব।
- ‘সত্ত্বা’ হল ‘সত্ত্ব’ শব্দের স্ত্রীবাচক পদ। এটিও স্বাধীনভাবে বসে না। যেমন : অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা অর্থ হল ভিতরে আর একটি প্রাণের অস্তিত্ব বা বিদ্যমানতা রয়েছে।
- ‘স্বত্ব’ শব্দের অর্থ অধিকার, বিষয় সম্পত্তি বা ব্যবসার মালিকানা প্রভৃতি। এখানে দুটো ‘ব’ আছে।