Solution
Correct Answer: Option A
- 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: সমীরণ, গন্ধবহ, অনিল, বাত, বায়, বায়ু, পবন, সমীর, মরণত, হাওয়া, মরুৎ, মারুত, প্রভঞ্জন, শব্দবহ, জগদ্বল, জগৎপ্রাণ, সদাগতি, মাতরিশ্বা।
- অরুণ অর্থ নবোদিত সূর্য;
- অবনী অর্থ পৃথিবী;
- সলিল অর্থ পানি।