‘রাশি রাশি ধান' এখানে 'রাশি রাশি' কী অর্থ প্রকাশ করেছে?
A আগ্রহ
B আধিক্য
C সামান্য
D নিকৃষ্ট
Solution
Correct Answer: Option B
একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: রাশি রাশি ধান। প্রদত্ত উদাহরণে ‘রাশি রাশি’ দ্বিরুক্তি বিশেষ্য পদের বিশেষণরূপে আধিক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে।