His conduct admits ---- no excuse.
Solution
Correct Answer: Option B
এটি একটি preposition -এর ব্যবহার । ' Admit to' অর্থ স্বীকার করা বা স্বীকারোক্তি দেয়া। এ জাতীয় কোনো অর্থ মূল sentence দ্বারা প্রকাশ পায় না। তাই আমরা option (গ) ব্যবহার করতে পারি না।' Admit of ' অর্থ হলো 'অবকাশ থাক'। তাই আমরা যদি 'of' ব্যবহার করি, তাহলে Sentence -টি যথার্থ অর্থ প্রকাশ করে। Sentence -এর অর্থ দাঁড়ায় 'তোমার আচরণে অজুহাত / কৈফিয়তের অবকাশ নেই। ' এছাড়া option (ক) ও (ঘ) কোনো অর্থ প্রকাশ করে না এবং admit -এর সঙ্গে 'against' এবং 'by ' ব্যবহার করা যায় না। তাহলে (খ)-ই সঠিক answer.