লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
A দ্বৈত শাসন ব্যবস্থা
B চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
C সতীদাহ নিবারণ ব্যবস্থা
D পুলিশ ব্যবস্থা
Solution
Correct Answer: Option D
লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ গভর্নর জেলারেল ও ভাইসরয় ছিলেন। তিনি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা (১৮৬১) চালু করেন; উপমহাদেশে পুলিস সার্ভিস (১৮৬১) চালু করেন; ইন্ডিয়ান সিভিল সার্ভিস (১৮৬১) নামকরণ করেন; উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন; বাংলায় 'খাজনা আইন' পাশ করেন; কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।