‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?

A নেপাল

B ভারত

C মালয়েশিয়া

D ইরান

Solution

Correct Answer: Option B

ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) ভারতে ব্ল্যাক ক্যাট নামে পরিচিত। এটি ভারতের বিশেষ কমান্ডো বাহিনী । ১৯৮৪ সালে এটি গঠন করা হয়। এদের মূলমন্ত্র হলো- সর্বত্র সর্বোত্তম সুরক্ষা। এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত।

আরো কিছু কমান্ডো বাহিনীঃ
- রেড আর্মি : জাপানের কমিউনিস্ট গেরিলা সংগঠন
- লর্ডস রেসিস্টেন্স আর্মি : উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী।
- গেস্টাপো : হিটলারের গোপন পুলিশ বাহিনী
- সাভাক : ইরানের শাহের গোপন গোয়েন্দা ও ‍পুলিশ বাহিনী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions