নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
Solution
Correct Answer: Option C
Nipa palm (গোলপাতা) এর বৈজ্ঞানিক নাম- Nypa fruticans. এটি ম্যানগ্রোভ বনাঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ। গোলপাতা বাংলাদেশের সুন্দরবনের স্বল্প ও মধ্যম লবণাক্ত অঞ্চলে জন্মে। এছাড়া সুন্দরবনে আরো যে উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া, কেওড়া, গরান, আমুর, বাইন ও পশুর প্রভৃতি ।