চৈনিক সভ্যতার আইডিওগ্রাফ লিখন পদ্ধতিতে মোট চিহ্ণের সংখ্যা কতটি?
A প্রায় চল্লিশ হাজার
B প্রায় এক হাজার
C প্রায় ত্রিশ হাজার
D প্রায় বিশ হাজার
Solution
Correct Answer: Option A
চৈনিক সভ্যতায় মূলত শাং রাজাদের আমলে ভিন্ন প্রকৃতির একটি লিখন পদ্ধতির আবিষ্কার করে।
- চিত্রভিত্তিক এই লিখন পদ্ধতির নাম - “আইডিওগ্রাফ”।
- সামান্য অদল বদল করে চীনের সেই লিপি এখনও বিদ্যমান এবং বর্তমানে এই লিপির চিহ্নের সংখ্যা প্রায় চল্লিশ হাজার।