মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

A লালসালু

B রাইফেল রোটি আওরাত

C পদ্মা নদীর মাঝি

D জননী

Solution

Correct Answer: Option B

● আনোয়ার পাশা কর্তৃক মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত' (১৯৭৩)। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র নিয়ে সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন ‘লালসালু' (১৯৪৮)।

● পদ্মা তীরবর্তী ধীবর (মাঝি) জীবনকে ভিত্তি করে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘পদ্মানদীর মাঝি' (১৯৩৬)।

● সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা গোপনে যে কোনো পথ অবলম্বন করতে পারেন, শওকত ওসমান রচিত ‘জননী' (১৯৫৮) উপন্যাসে সে কথাই ব্যক্ত হয়েছে।

● উল্লেখ্য, 'জননী (১৯৩৫) নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions