Solution
Correct Answer: Option B
- চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিস্কার করেন।
- এটি সন্ধ্যা বা সান্ধ্য ভাষা রা আলো আধারিত ভাষায় এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- লিখিত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। প্রায় ১ হাজার বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত হয়।