বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি?
Solution
Correct Answer: Option A
-টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার কালে যেসব পাহাড় গড়ে উঠেছে সেগুলকে টারশিয়ারী য্যগের পাহাড় বলে।
-এ সকল পাহাড় বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত।
-রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকার পাহাড়গুলো টারশিয়ারী যুগের পাহাড়।
-বাংলাদেশের মোট ভূমির প্রায় ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত।