নিচের কোন দেশটি মেলানেশিয়া (Melanesia)' অঞ্চলের অন্তর্ভুক্ত?

A সামোয়া

B ফিজি

C টোঙ্গা

D কিরিবাতি

Solution

Correct Answer: Option B

গ্রীক শব্দ 'মেলা' অর্থ কৃষ্ণ ও ‘নেসাস' অর্থ দ্বীপ হতে মেলানেশিয়া নামকরণ করা হয়েছে যার অর্থ 'কৃষ্ণদ্বীপ'। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ৪টি স্বাধীন দ্বীপ রাষ্ট্রকে একত্রে মেলানেশিয়া বলে। এরা হলো- পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। স্বাধীন এই চারটি দেশ ব্যতীত মেলোনেশিয়া অঞ্চলে বিভিন্ন দেশের অধীন দ্বীপসমূহ হলো- বিসমার্ক (পাপুয়া নিউগিনি) ও নিউ ক্যালডোনিয়া (ফ্রান্স)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions