জাতিসংঘের সকল ফান্ড ও কর্মসূচির কার্যক্রম পরিচালিত হয় কোন সংস্থা দ্বারা?
A অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
B সচিবালয়
C সাধারণ পরিষদ
D অছি পরিষদ
Solution
Correct Answer: Option A
- ECOSOC –এর পূর্ণরুপ কি –Economic and Social Council.
- জাতিসংঘের ৬টি মূল অঙ্গসংস্থার একটি হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- ECOSOC এর অধীনে জাতিসংঘের সকল ফান্ড ও কর্মসূচির কার্যক্রম পরিচালিত হয়।
- এর সদস্য সংখ্যা ৫৪টি এবং মেয়াদ ৩ বছর।
- প্রতিবছর ১৮টি সদস্য নতুনভাবে যোগ দেয় এবং ১৮ টি সদস্য বের হয়ে যায়।
- বাংলাদেশ ২০০০-২০২২ মেয়াদে ECOSOC এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।