Solution
Correct Answer: Option C
যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে।
যেমন:
১/৫, ১/২৫, ১/১২৫ ........
৩, ৯, ২৭...............
১/২, ১/৪ ১/৮................