'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

A বাংলাদেশ স্বপ্ন দেখে

B বন্দী শিবির থেকে

C বিধ্বস্ত নীলিমা

D নিজ বাসভূমে

Solution

Correct Answer: Option B

‘স্বাধীনতা তুমি’ - বিখ্যাত এই কবিতাটি শামসুর রহমানের  ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। ১৯৫৫ সালের ৮ই জুলাই শামসুর রাহমান জোহরা বেগমকে বিয়ে করেন।

শামসুর রহমানের কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয় ইত্যাদি।

শামসুর রহমান রচিত আত্মস্মৃতি গ্রন্থ:
- স্মৃতির শহর,
- কালের ধুলোয় লেখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions