কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
A আমি ভাত খাচ্ছি
B আমি ভাত খেয়ে স্কুলে যাব
C আমি দুপুরে ভাত খাই
D তারাতারি ভাত খেয়ে ওঠ
Solution
Correct Answer: Option A
ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার:
⇒ সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
-ভালাে করে পড়াশােনা করবে।
-আমি ভাত খাচ্ছি।
⇒ অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন
– ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।
- আমি ভাত খেয়ে স্কুলে যাব