'ব্যায়ামে শরীর ভালো থাকে' বাক্যে 'ব্যায়ামে' কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option A
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন – ইলা কলম দিয়ে লেখে। (উপকরণ – কলম)
- ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’ এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে শরীর ভাল থাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ব্যায়ামে’ এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘এ’ যুক্ত হয়েছে।
সুতরাং উত্তর হবে- করণে ৭মী