The principal took the round in the college. Here 'Round' is a/an-
Solution
Correct Answer: Option A
সে সকল word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, পদার্থ, কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে Noun বলে।
প্রদত্ত বাক্যে নিয়মিত কোনো কাজ তদারকির উদ্দেশে পরিদর্শন করা বুঝাতে round ব্যবহৃত হয়েছে। তাই round তখন noun-এর ন্যায় কাজ করেছে।
-এছাড়াও - Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
- round -এর পরে preposition ও আগে the থাকায় বুঝা যায় এটি একটি noun.