একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?
A ১২ মিটার
B ১৫ মিটার
C ২৪ মিটার
D ২৮ মিটার
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
∴ উচ্চতা = (২ × ক্ষেত্রফল)/ভূমি
=( ২ × ২৬৪)/২২ মিটার
= ২৪ মিটার