'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি কার?
A ইয়াসির আরাফাত
B ফিদেল কাস্ত্রো
C জেমস এলেন
D ডেনিসন প্রেনটিস
Solution
Correct Answer: Option B
আলজেরিয়ায় ১৯৭৩ সালে অনুষ্ঠিত ৪র্থ জোট নিরপেক্ষ সম্মেলনে (NAM) কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠক হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
-সে সময় তিনি বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, "I have not seen the Himalayas. But witness the Himalayas." যার বাংলা অর্থ দাঁড়ায়, “আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতা লাভ করলাম।”