Solution
Correct Answer: Option B
'তারামন বিবি' একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
-ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে।
-তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে।
-তিনি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে জন্মগ্রহণ করেন।
-উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।