২০২৪ সালে প্রথম নারী হিসাবে কে চন্দ্রাভিযানে যাবেন?

A ক্রিস্টিনা কচ

B জ্যানেট ইয়েলেন

C কেতানজি ব্রাউন জ্যাকসন

D কমলা হ্যারিস

Solution

Correct Answer: Option A

১৯৭২ সালের ঐতিহাসিক অ্যাপোলো মিশনের পর এবারেই প্রথম নভোচারীদের নিয়ে চাঁদে যাওয়ার এই মিশন পরিচালিত হচ্ছে।
- এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস–টু।
- ২০২৪ সালের নভেম্বরে এই মিশন শুরু হবে।
- এই চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের তিনজন এবং কানাডার একজন নভোচারী অংশ নেবেন।
- নাসার নভোচারী হিসেবে রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তবে কানাডিয়ান মহাকাশ সংস্থার নভোচারী জেরেমি হ্যানসেনের প্রথম মহাকাশযাত্রা হবে এটি।
- সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে সময় কাটানোর রেকর্ডধারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টিনা কোচ (৪৪) চন্দ্রাভিযানে যাচ্ছেন।
- ক্রিস্টিনা কচ-ই প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাচ্ছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions