Solution
Correct Answer: Option C
-ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত।
-প্রাক-মুঘল আমলে পঞ্চদশ শতাব্দীতে পীর খান জাহান আলী (র) মসজিদটি নির্মাণ করেন।
-ষাট গম্বুজ মসজিদে মোট ৮১টি গম্বুজ রয়েছে।
-ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি ১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ নির্মাণ করেন।