আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
A ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
B ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
C ৩ লক্ষ কিলোমিটার
D ৩ লক্ষ ২ হাজার কিলোমিটার
Solution
Correct Answer: Option C
আলো সেকেন্ডে ১,৮৬,০০০ (এক লক্ষ ছিয়াসি হাজার) মাইল বা ৩,০০,০০০ (তিন লক্ষ) কি:মি গতিতে ছুটে চলে।
-এই গতিতে ছুটে চলে সূর্যের আলোর পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
-আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে, মহাকাশের মধ্য দিয়ে প্রচলিত পদার্থ বা শক্তি যে গতিতে ভ্রমণ করতে পারে তার উচ্চ সীমা হল আলোর গতি.