Solution
Correct Answer: Option A
ভিটামিন-সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ।
-এটি একটি জৈব অম্ল, যা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়।
-যার রাসায়নিক সংকেত C₆H₈O₆ এটি সাদা দানাদার পদার্থ।
-মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
-ভিটামিন 'সি' ( অ্যাসকরবিক এসিড )- এর অভাবে স্কার্ভি রোগ হয় ।
-তাছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে বা ভাঙ্গা হাড় জোড়া লাগতে দেরি হয়