Solution
Correct Answer: Option A
প্রধান মেমোরি (Primary memory) : প্রাইমারি মেমোরি খুব দ্রুতগতিসম্পন্ন হয় অর্থাৎ, memory access খুব দ্রুত (fast)। কম্পিউটারের internal প্রসেসিংয়ের সময় এধরনের মেমোরি ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দ্বারা মেমোরি তৈরি হয়। প্রাইমারি মেমোরি আবার দুই প্রকারের । যথা-
a. অস্থায়ী (volatile) : RAM
b. স্থায়ী (non-volatile) মেমোরি : ROM
র্যাম বা RAM (Random Access Memory) : RAM গানে এক প্রকার প্রাইমারি মেমোরি 1 RAM থেকে খুব দ্রুত ডাটা read করা এবং RAM এ write করা যায়। এজন্য একে read-write মেমোরিও বলা হয়। RAM হচ্ছে Volatile memory (ভোলাটাইল মেমোরি) অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এটি আর তথ্য ধরে রাখতে পারে না। মূলত প্রসেসরে ব্যবহার করার আগে ডাটা হার্ডডিস্ক থেকে কপি করে এনে RAM এ রাখা হয়, যাতে প্রসেসিং এর সময় memory access এ সময় কম লাগে। র্যামকে Main storage বা Core storage-ও বলা হয়।
আবার, Read-only memory (ROM)) হল এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়। রমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না বা করা গেলেও তা খুব ধীরে অথবা করা কঠিন। তাই এটি ব্যবহার করা হয় প্রধানত র্ফামওয়্যারে। ROM কে, non-volatile memory বলেও বলা হয়। কারণ এখানে থাকা তথ্য এবং ডাটা গুলি, বিদ্যুৎ (power) সরবরাহ (supply) ছাড়াও চিরকালের জন্য স্টোর হয়ে থাকে।
অন্যান্য আরও যেসব নন-ভোলাটাইল বা বিদ্যুত চলে গেলেও যার তথ্য থেকে যায় এমন মেমোরি হল ইপিআরওএম, ইইপিআরওএম বা ফ্লাশ মেমোরি।