গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অংশে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে?
A ৯ ভাগে
B ৭ ভাগে
C ৮ ভাগে
D ১০ ভাগে
Solution
Correct Answer: Option C
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৮ম ভাগের ১২৭(১) নং অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশের একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন এবং তাঁকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন।