বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
A দিনাজপুর
B ঠাকুরগাঁও
C লালমনিরহাট
D পঞ্চগড়
Solution
Correct Answer: Option D
পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এ জেলার সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া। আর বাংলাবান্ধা/ জায়গীরজোত তেতুলিয়া উপজেলার সর্ব উত্তরে অবস্থিত স্থান।