জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী ?
Solution
Correct Answer: Option A
- কুরিল দ্বীপপুঞ্জ (Kuril Islands) হলো জাপান ও রাশিয়ার মধ্যে একটি দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু।
- এই দ্বীপপুঞ্জটি রাশিয়ার সাখালিন দ্বীপ থেকে জাপানের হোক্কাইডো পর্যন্ত বিস্তৃত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়ন দ্বীপপুঞ্জটি দখল করে নেয়, কিন্তু জাপান এর দক্ষিণাংশের চারটি দ্বীপকে (ইতুরুপ, কুনশির, শিকোতান এবং হাবোমাই) নিজেদের "উত্তরাঞ্চলীয় অঞ্চল" (Northern Territories) বলে দাবি করে। এই বিরোধের কারণে দেশ দুটির মধ্যে আজও আন্তর্জাতিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।