গ্রিনহাউস গ্যাস নির্গমনে বিশ্বের শীর্ষ দেশ-
A যুক্তরাষ্ট্র
B চীন
C ফ্রান্স
D ভারত
Solution
Correct Answer: Option B
- বিশ্বের সব উন্নত দেশ একসঙ্গে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে চীন একাই তার চেয়ে বেশি গ্যাস নিঃসরণ করে বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।
-তালিকায় চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। আর তৃতীয় দেশ হচ্ছে ভারত।