রোহিঙ্গাদের উপর নির্মিতব্য বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচিত্র 'A Pair of Sandal' এর পরিচালক কে?

A তানভীর মোকাম্মেল

B জসীম আহমেদ

C চাষী নজরুল ইসলাম

D এদের কেউ নয়

Solution

Correct Answer: Option B

-এ পেয়ার অব স্যান্ডাল': মোবাইল ফোনে তৈরি যে সিনেমা জিতলো আন্তর্জাতিক পুরস্কার 
-ছবির ক্যাপশান, শরণার্থীদের দুর্দশার চিত্র আলোড়িত করেছিল পরিচালক জসীম আহমেদকে 
-ছবির ক্যাপশান, সেরা পরিচালকের পুরস্কার হাতে জসীম আহমেদ -ছবির ক্যাপশান, 'এ পেয়ার অব স্যান্ডাল' ছবির পোস্টার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions