মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কোন ধরনের রচনা?
Solution
Correct Answer: Option B
-ইংরেজ কবি ও নাট্যকার William Shakespeare এর কমেডি The Taming of the Shrew নাটকের প্রধান চরিত্র Catherine একজন কর্কশ স্বভাবের মহিলা। তিনি Pitrushio এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। Pitrushio কিভাবে এই বদস্বভাবী নারীকে অনুগত ও মিষ্টভাষী নারীতে পরিণত করে তা এ নাটকের উপজীব্য বিষয়।
-মুনীর চৌধুরী The Taming of the Shrew নাটকটি ‘মুখরা রমণী বশীকরণ (১৯৭০) নামে বাংলায় অনুবাদ করেন।
-তাঁর অনূদিত অন্যান্য নাটক: গলস ওয়ার্দির The Silver Box থেকে অনূদিত ‘রূপার কৌটা (১৯৬৯); জর্জ বার্নাড শ'র You never can tell এর অনুবাদ ‘কেউ কিছু বলতে পারে না' (১৯৬৭)।