দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতি কে?
A নিতুন কুণ্ডু
B আজিজুল জলিল পাশা
C শামীম সিকদার
D হামিদুজ্জামান খান
Solution
Correct Answer: Option B
দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত। এটি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্য। এর স্থপতি আজিজুল জলিল পাশা।