• Non-Aligned Movement- NAM বা জোট নিরপেক্ষ আন্দোলন, ৩য় বিশ্বের দেশসমূহের প্রথম সংগঠন
• 'NAM' শব্দটি প্রথম ব্যবহার করেন ১৯৫৩ সালে ভি কে কৃষ্ণ মেনন, জাতিসংঘে। মেননের বন্ধু জওহরলাল নেহরু ১৯৫৪ সালে ’জোট নিরপেক্ষ’ শব্দটি আবারো ব্যবহার করেন ।
• এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলােচনা হয়।
• পরবর্তীতে ১৯৬১ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন যুগােস্লাভিয়ার বেলগ্রেড শহরে ২৪টি দেশের অংশগ্রহণে প্রথম ন্যাম সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
• বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২১।
• এর কোনো সদর দপ্তর নেই।
• সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান।
• পঞ্চশীল নীতির প্রবক্তা ভারতের জওহরলাল নেহরু এবং চিনা প্রধানমন্ত্রী চৌ-এন-লাই
• প্রথমে ৫টি নীতি গ্রহণ করা হয় প্রথম সম্মেলনে, পরবর্তীতে ১০টি নীতি গ্রহণ করা হয়।